খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত
- আপডেট সময় ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রবল ভূমিকম্পে কমপক্ষে বিশ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রোববার (২ নভেম্বর) রাত ১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার সময়) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্পের আঘাত হানে। শহরটির জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৩ এবং গভীরতা ছিল ২৮ কিলোমিটার। সংস্থাটি এটিকে ‘কমলা সতর্কতা’ হিসেবে চিহ্নিত করেছে, যার অর্থ গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৫৩০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র হাজি জাঈদ বলেন, মাজার-ই-শরিফের দক্ষিণাঞ্চলীয় শোলগারা জেলায় অনেক মানুষ আহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘অধিকাংশ আহত ব্যক্তি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।’ ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এতে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। উজবেকিস্তান ও তাজিকিস্তান থেকে আসা বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাবুলসহ বেশ কিছু এলাকায় ব্ল্যাকআউট দেখা দেয়। মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদ (ব্লু মসজিদ) এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ১৫শ শতকে নির্মিত এই মসজিদে নবী মুহাম্মদ (সা.)-এর জামাতা ও ইসলামের প্রথম শিয়া ইমাম হজরত আলীর সমাধি রয়েছে বলে বিশ্বাস করা হয়। তদ্ব্যতীত, সামাঙ্গান প্রদেশেও বহু হতাহতের খবর পাওয়া গেছে। এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় প্রায়ই এই ধরনের দুর্যোগের মুখোমুখি হয়। দুর্বল অবকাঠামো ও কাঁচামাটির ঘরবাড়ির কারণে ক্ষয়ক্ষতির মাত্রা প্রতি বারই বৃদ্ধি পায়। সূত্র: বিবিসি
প্রিন্ট














