, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জাকার্তার স্কুল মসজিদে বিস্ফোরণে আহত ৫৪

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি সরকারি স্কুল কমপ্লেক্সের মসজিদে এই ঘটনা ঘটে। জাকার্তা মেট্রোপলিটন পুলিশের প্রধান আসেপ এদী সুওহেরি এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকিরা বিভিন্ন মাত্রার দগ্ধ ও আঘাতে ভুগছেন। পুলিশ জানায়, বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ১৭ বছর বয়সী ছাত্রকে আটক করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে অস্ত্রোপচারের মধ্যে রয়েছে। তার পটভূমি ও উদ্দেশ্য জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল কাজ করছে, যাতে আরও কোনো বোমা না থাকে তা নিশ্চিত করতে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে মসজিদের কাঁচ ভেঙে যায় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। স্কুলের এক কর্মচারী বলেন, ‘বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দে জানালা ভেঙে পড়ে, আমরা আতঙ্কে দৌড়াতে থাকি, বুক ধড়ফড় করছিল, শ্বাস নিতে পারছিলাম না।’ কয়েকজন ছাত্র-ছাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন ছাত্রটি অনেক সময় একা থাকত, সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত এবং সে প্রায়ই সহিংসতার চিত্র আঁকত। বিস্ফোরণের পর তাকে মাটিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে দুটি বস্তু উদ্ধার হয়েছে, দেখতে আগ্নেয়াস্ত্রের মতো। তবে পরে দেশটির মন্ত্রী লোডেভেইক ফ্রিডরিখ পলুস বলেন, এগুলো আসলে খেলনা বন্দুক, আসল নয়। তিনি জনগণকে অনুরোধ করেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলা ভাবার আগে তদন্তের ফলাফলের জন্য ধৈর্য্য ধরার। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। সূত্র- বিবিসি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জাকার্তার স্কুল মসজিদে বিস্ফোরণে আহত ৫৪

আপডেট সময় ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি সরকারি স্কুল কমপ্লেক্সের মসজিদে এই ঘটনা ঘটে। জাকার্তা মেট্রোপলিটন পুলিশের প্রধান আসেপ এদী সুওহেরি এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকিরা বিভিন্ন মাত্রার দগ্ধ ও আঘাতে ভুগছেন। পুলিশ জানায়, বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ১৭ বছর বয়সী ছাত্রকে আটক করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে অস্ত্রোপচারের মধ্যে রয়েছে। তার পটভূমি ও উদ্দেশ্য জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল কাজ করছে, যাতে আরও কোনো বোমা না থাকে তা নিশ্চিত করতে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে মসজিদের কাঁচ ভেঙে যায় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। স্কুলের এক কর্মচারী বলেন, ‘বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দে জানালা ভেঙে পড়ে, আমরা আতঙ্কে দৌড়াতে থাকি, বুক ধড়ফড় করছিল, শ্বাস নিতে পারছিলাম না।’ কয়েকজন ছাত্র-ছাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন ছাত্রটি অনেক সময় একা থাকত, সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত এবং সে প্রায়ই সহিংসতার চিত্র আঁকত। বিস্ফোরণের পর তাকে মাটিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে দুটি বস্তু উদ্ধার হয়েছে, দেখতে আগ্নেয়াস্ত্রের মতো। তবে পরে দেশটির মন্ত্রী লোডেভেইক ফ্রিডরিখ পলুস বলেন, এগুলো আসলে খেলনা বন্দুক, আসল নয়। তিনি জনগণকে অনুরোধ করেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলা ভাবার আগে তদন্তের ফলাফলের জন্য ধৈর্য্য ধরার। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। সূত্র- বিবিসি


প্রিন্ট