এক তরুণী সেতুর স্তম্ভে উঠে নদীতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন। ঠিক তখনই এক যুবক সিনেমার নায়কের মতো দ্রুত এগিয়ে এসে তাকে ঝাপটে ধরে রক্ষা করেন। এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রামপুরের পাটনওয়া সেতুতে ঘটে। ইতোমধ্যে এই ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, নদীর উপর থাকা একটি সেতুর স্তম্ভে বসে আছেন এক তরুণী। তিনি নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত কুসংস্কারের কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন। তখন আশেপাশের লোকজন তার এ প্রচেষ্টা লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান। এক যুবক দ্রুত সেতুর উপর থেকে নিচের স্তম্ভে নামেন। তাকে দেখে তরুণী তড়িঘড়ি ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে, তিনি তাকে ঝাপটে ধরেন। সেতু থেকে ঝুলতে থাকা তরুণীর হাত শক্ত করে ধরে রাখেন তিনি। এরপর আরও কয়েকজন যুবক নিচে নেমে তরুণীকে উপরে তুলতে চেষ্টা করেন। এই সময় পুলিশও উপস্থিত হয়। পরে তরুণীকে নিরাপদে উপরে তুলে আনা হয়। পুলিশ জানিয়েছে, কিছু কুসংস্কারের কারণে এই পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তরুণী। তবে পুলিশ তাকে পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছে। ভিডিও দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি ওই যুবকের প্রশংসা করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।