খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
রাশিয়ার চাপের মুখে জাপোরিঝিয়ায় পিছু হটলো ইউক্রেনের সেনারা
- আপডেট সময় ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে তীব্র রুশ আক্রমণের মুখে ইউক্রেনীয় বাহিনী পাঁচটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করেছে। দেশটির সামরিক প্রধান জানিয়েছেন, ওই এলাকায় পরিস্থিতি ‘উল্লেখযোগ্যভাবে খারাপ’ হয়ে উঠেছে। মঙ্গলবার ইউক্রেনের সামরিক প্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, রুশ সেনারা সংখ্যায় ও অস্ত্রে এগিয়ে থাকায় ভয়াবহ লড়াইয়ের পরে অন্তত তিনটি বসতি দখল করেছে। তাঁর ভাষায়, ‘ওলেক্সান্দ্রিভকা ও হুলিয়াপোলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে।’ ইউক্রেনের সেনা সূত্র জানায়, রুশ বাহিনীর অবিরাম গোলাবর্ষণে আশ্রয় কেন্দ্র ও দুর্গ ধ্বংস হয়ে যাওয়ায় জাপোরিঝিয়ার পাঁচটি গ্রাম থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রুশরা ইউক্রেনীয় অবস্থানে প্রায় দুই হাজার গোলা নিক্ষেপ করেছে। এই অঞ্চলের তিনটি গ্রাম নিয়ে এখনও দুই দেশের মধ্যে কঠিন সংঘর্ষ চলছে। ইউক্রেনীয় সেনারা জানায়, ঘন কুয়াশার সুযোগ নিয়ে রুশ বাহিনী মধ্যবর্তী এলাকায় ঢুকে পড়েছে, তবে এতে তাদের বেশ কিছু প্রাণহানি হয়েছে। সিরস্কি বলেন, ‘আমাদের প্রতিটি ইঞ্চি জমির জন্য রাশিয়া শত শত সেনা হারাচ্ছে।’ অন্যদিকে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহরে আরও গভীরে প্রবেশ করেছে বলে দাবি করেছে মস্কো। রুশ যুদ্ধের ব্লগারদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রুশ সেনারা মোটরসাইকেল ও সামরিক যানবাহনে করে শহরে প্রবেশ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার খেরসন অঞ্চলে সফরকালে বলেন, পোকরোভস্ক ও জাপোরিঝিয়ার পরিস্থিতি ‘কঠিন’, আংশিকভাবে আবহাওয়ার কারণে রুশ হামলা তীব্র হয়েছে। তবে কুপিয়ানস্কের পরিস্থিতি তুলনামূলকভাবে ‘সহজ’ এবং সেখানে ইউক্রেনীয় বাহিনী কিছু অগ্রগতি অর্জন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনীয় সেনাদের ঘাটতি ও রাশিয়ার ড্রোনের আধিপত্যের কারণে ফ্রন্টলাইনের বিভিন্ন স্থানে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সূত্র: আল জাজিরা
প্রিন্ট














