খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বিহারে এনডিএ’র বড় জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গে
- আপডেট সময় ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সুবিশাল বিজয় অর্জন করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই বিজয় পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য পথ সুগম করবে। বিহার বিধানসভার ২৪৩ টি আসনের জন্য নির্বাচন হয় দু’ধাপে। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১ টি আসনে ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২ আসনে ভোট গ্রহণ হয়, যেখানে ভোট পড়েছে ৬৮ শতাংশের বেশি। এই দুই দফার মোট ভোটার উপস্থিতি প্রায় ৬৭ শতাংশ। শুক্রবার সকাল থেকেই শুরু হয় গণনা এবং রাতে ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল এনডিএ জোটের সঙ্গে কংগ্রেস-আরজেডি নেতৃত্ত্বাধীন মহাগঠবন্ধনের। ফলাফল অনুযায়ী, ২৪২ টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছে ২০২টি। বিরোধী জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। বাকি ৬টি আসনও দখলে নিয়েছে এনডিএ শিবিরের দলগুলো। বিজেপি একাই পেয়েছে ৮৯টি আসন। দ্বিতীয় বৃহত্তম শরিক নীতিশ কুমারের জেডিইউ লাভ করেছে ৮৫টি আসন। এছাড়া লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন। এই নির্বাচনে আলোচনায় ছিল জন সুরাজ পার্টির ভোটকৌশলী দল। তবে তারা কোনো আসন পায়নি। বরং চমক দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম—জয় পেয়েছে ৫টি আসনে। বিজয়ের পর নরেন্দ্র মোদি বলেন, ‘কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে, কিন্তু বিহারের মহিলা ও যুবরা এনডিএ–কে জয় দিয়েছে।’ পশ্চিমবঙ্গে ২০২৬ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়। বিহার নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ভিত্তি তৈরি করেছে। বাংলার মানুষকে আশ্বস্ত করছি—আমরা একসঙ্গে জঙ্গল রাজ দূর করব।’
প্রিন্ট














