সৌদি আরবে মদিনার কাছাকাছি একটি বাস ও ডিজেল ট্যাংকারের মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, ওই বাসের বেশিরভাগ যাত্রীরই তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আসা ওমরাহযাত্রী। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে জানা যায়, বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগে। এর পরই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। গালফ নিউজের রিপোর্টে উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর বাসে আগুন লাগার সময় অনেক যাত্রী ঘুমোচ্ছিলেন, ফলে তাদের বেরিয়ে আসার সুযোগ খুবই কম ছিল। আরও জানানো হয়, নিহতের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও এই সংখ্যাটি যাচাই করছে। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদ আব্দুল শোয়াব নামের একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি। তেলেঙ্গানা সরকার জানায়, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। হায়দরাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি জানিয়ছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। তিনি বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। সূত্র: গালফ নিউজ, হিন্দুস্তান টাইমস।