সাংবাদিক জামাল খাশোগির ২০১৮ সালের হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ ঘটনার বিষয়ে অবগত ছিলেন না। হোয়াইট হাউজে সফররত যুবরাজের পাশে বসে ট্রাম্প বলেন, আপনি যাকে বলছেন, সেই ব্যক্তি অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এ ব্যাপারে কিছুই জানতেন না। খবর: রয়টার্স অনুযায়ী, প্রিন্স মোহাম্মদ বলেন, খাশোগির মৃত্যু শুনে তার কাছে এটা খুবই দুঃখজনক ছিল। তিনি দাবি করেন, আমরা সঠিক তদন্তের সব ধাপ পালন করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। এটি একদমই দুঃখজনক ও ভীতিকর একটি ভুল। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এটি ছিল আমাদের অতিথিকে বিব্রত করার চেষ্টা। পাশাপাশি তিনি যুবরাজের মানবাধিকার রেকর্ডের প্রশংসা করেন, বলেন, তিনি অসাধারণ কাজ করছেন—তবে এ বিষয়ে আর কিছু বিস্তারিত জানাননি।