রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন ঘটে। ঢাকায় এই কম্পন অনুভব করে বিভিন্ন মানুষ। একই সময়ে কলকাতাও কেঁপে উঠে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটর দূরে নরসিংদীর মাধবদীতে। পার্শ্ববর্তী কলকাতা ও আশেপাশের এলাকাগুলির বাসিন্দারা হালকা কম্পন অনুভব করেছেন। কিছু মানুষ ফ্যান ও দেয়ালের ঝুলন্ত সামগ্রী কিছুটা দুলতে দেখেছেন। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি।