ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত থাকার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় ঝুঁকি বেশি। অন্যদিকে, মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পনটি দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এমএস/