যুক্তরাষ্ট্রের সেনেট ও ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের তিনটি অফিসে বোমা হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ই-মেইলের মাধ্যমে এই হুমকি জানানো হয়, যেখানে উল্লেখ করা হয় ২০২০ সালের নির্বাচনে জালিয়াতি সংঘটিত হয়েছিল। সংবাদ সংস্থা আল জাজিরার মাধ্যমে সামাজিক মাধ্যমের একটি বিবৃতিতে শুমার জানিয়েছেন, সোমবার রোচেস্টার, বিংহ্যামটন এবং লং আইল্যান্ডের তার অফিসগুলোকে লক্ষ্য করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোমা হামলার হুমকি সহ ই-মেইল পেয়েছেন। ই-মেইলের বিষয়বস্তুর মধ্যে ছিল ‘MAGA’। শুমার বলেন, ‘স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সবাই নিরাপদে আছেন এবং নিউইয়র্কের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতার জন্য আমি কৃতজ্ঞ।’ এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার এক সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে। লং আইল্যান্ডের সাফোক কাউন্টির পুলিশের পক্ষ থেকে শুমারের আঞ্চলিক অফিসে তৎপরতা চালানো হলেও হুমকির নির্দিষ্ট বিবরণ নিশ্চিত করতে পারেনি। তদন্ত চলমান থাকায় এ সংক্রান্ত কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। শুমার রাজনৈতিক হিংসার কড়া সমালোচনা করে বলেন, ‘এ ধরনের হুমকি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনও স্থান পাওয়া উচিত নয়। কেউ—সরকারি কর্মচারী, ভোটার বা সাধারণ নাগরিক—শুধু তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু হওয়া কখনই উচিত নয়।’ উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে হেরে যান। এরপর থেকে তিনি দাবি করে আসছেন যে, সেই নির্বাচন ‘জালিয়াতি’ হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। দেশজুড়ে তার প্রচার শিবির ও সহযোগীদের দায়ের করা বেশ কয়েকটি মামলায় এই অভিযোগগুলো খারিজ বা প্রত্যাখ্যাত হয়েছে।