‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে যে সব সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া
গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে অধ্যাদেশ জারি
জামায়াতের প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান
পদত্যাগ করলেই স্ত্রী-সন্তানসহ নিরাপদে দেশত্যাগের সুযোগ পাবেন মাদুরো: ট্রাম্প
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ছাত্রদলের
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তলসহ একজন আটক
যুক্তরাষ্ট্রে ‘মাদক সম্রাট’ এল চ্যাপোর ছেলের মাদক পাচারের দায় স্বীকার
গাজীপুরে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
মার্কিন সিনেটর চাক শুমারের ৩ দপ্তরে বোমা হামলার হুমকি
পদত্যাগ করলেই স্ত্রী-সন্তানসহ নিরাপদে দেশত্যাগের সুযোগ পাবেন মাদুরো: ট্রাম্প
- আপডেট সময় এক ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগের জন্য আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরো যদি পদত্যাগ করেন, তাহলেই তিনি স্ত্রীর সঙ্গে সন্তানসহ নিরাপদে দেশ ছেড়ে যেতে পারবেন— এটাই ছিল ট্রাম্পের প্রস্তাব। তবে ভেনেজুয়েলার এই নেতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুযায়ী, মিয়ামি হারাল্ডের সূত্রে এ খবর জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপের বিষয়টি কোন পক্ষই বিস্তারিত প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, এটি ২১ নভেম্বরের ঘটনা। অন্যদিকে, রোববার ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন ওই ফোনালাপের সত্যতা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বলবো না এটি ভালো বা খারাপভাবে হয়েছে, এটি ছিল একটি ফোন কল।’ মিয়ামি হারাল্ডের সূত্রে আরও জানা গেছে, ওই কথোপকথনে ট্রাম্প ভেনেজুয়েলে তার সমকক্ষকে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি মাদুরোকে বলেন, ‘আপনি নিজেও এবং আপনার কাছের মানুষরা রক্ষা পেতে পারেন। এখনই আপনাকে দেশের বাইরে যেতে হবে। তবে তখনই আপনি নিরাপদে দেশ ছেড়ে যেতে পারবেন, যদি অবিলম্বে পদত্যাগে রাজি হন।’ তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্পের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে একাধিক শর্ত প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিচার থেকে সুরক্ষা নেওয়া, রাজনৈতিক নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং তারপরও সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে অনুমতি দেওয়া। গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ও মাদুরো এর মধ্যে আর কোনও সরাসরি যোগাযোগ হয়নি। অন্যদিকে, সোমবার এক সমাবেশে মাদুরো হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে বলছেন, ভেনেজুয়েলা ‘দাসদের শান্তি’ চায় না। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু তা সঙ্গে সার্বভৌমত্ব, সমতা ও স্বাধীনতা! আমরা দাসের শান্তি চাই না, উপনিবেশের শান্তি চাই না!’ যদিও মিয়ামি হারাল্ডের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প মাদুরোকে আলটিমেটাম দিয়েছেন, বেশ কিছু বিশ্লেষক মনে করেন— মার্কিন প্রেসিডেন্ট বড়পালার সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তার হুমকি বাস্তবায়ন করবেন।
প্রিন্ট
























