যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট বৈঠকে ঘুমিয়ে পড়েছেন—মঙ্গলবারের এই বৈঠকের দৃশ্য টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। পুরো বৈঠক জুড়ে একাধিক ক্যামেরা তার দিকে ছিল, আর সেখানেই দেখা যায় তিনি জেগে থাকার জন্য সংগ্রাম করছেন। ক্যাবিনেট সদস্যরা ধারাবাহিকভাবে দীর্ঘ বক্তৃতা চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় ট্রাম্প চেয়ারে হেলান দিয়ে আধো জাগ্রত চোখে বসে ছিলেন। কখনো কখনো তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল তিনি তাড়াতাড়ি ঘুমে ঢলে পড়বেন। বৈঠকের সূচনাতেই তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করেন। এরপর নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস দেখিয়ে বলেন, তিনি এখন ২৫ বছর আগের চেয়ে আরও বেশি প্রাণবন্ত। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে সমালোচনা ওঠে। সেই সমালোচনার জবাব দিতে তিনি এই ক্যাবিনেট বৈঠক ডাকেন বলে জানা গেছে।