কাল দেশে পৌঁছাবে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ
গণতান্ত্রিক উত্তরণ রোধ করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল টাইগার যুবারা
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
ওসমান হাদির প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন
ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন: জামায়াতে ইসলামীর নিন্দা
দেশে উগ্রবাদ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল
ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
সাতক্ষীরায় শিশু বিষয়ক সাংবাদিকতা নিয়ে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা
ভারত সস্তায় চাল বিক্রি করছে কেন, তাদের শুল্ক দিতে হবে
- আপডেট সময় ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
এবার মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ও সস্তায় চাল বিক্রির বিষয় নিয়ে ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তিনি নতুন করে কৃষিপণ্য আমদানি উপর শুল্ক আরোপ করতে পারেন, বিশেষ করে ভারতের চাল ও কানাডার সার আমদানির ক্ষেত্রে। কারণ উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা তেমন অগ্রগতি দেখানো যায়নি। স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) হোয়াইট হাউসের এক বৈঠকে ট্রাম্প এই সতর্কতা দেন। বৈঠক শেষে তিনি মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার ঘোষণা করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে চাল আমদানির বিষয়ে আলোচনা চলাকালে ভারতের নাম উঠে আসে। কিছু রাজ্যের কৃষক অভিযোগ করেন, ভর্তুকি কমে যাওয়া এবং ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশ থেকে সস্তায় ব্যাপক পরিমাণ চাল আমদানির জন্য। এ সময় ট্রাম্প মার্কিন কৃষকদের আশ্বাস দেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের সস্তায় চাল বিক্রি করা উচিত নয়। আমি এটি শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা ঠিক নয়।’ এ সময় উপস্থিত অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প প্রশ্ন করেন, ‘কেন ভারতকে (যুক্তরাষ্ট্রে সস্তায় অতিরিক্ত চাল রপ্তানি) করার অনুমতি দেওয়া হচ্ছে? তাদের শুল্ক দিতে হবে। চালের উপর কি কোনও ছাড় আছে?’ অর্থমন্ত্রী উত্তর দেন, ‘না, আমরা এখনও তাদের সাথে বাণিজ্য চুক্তির কাজ করছি…’ এর জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তাদের সস্তায় চাল বিক্রি করা উচিত নয়… তারা এটি করতে পারবে না।’ বৈঠকে ট্রাম্প উল্লেখ করেন, আমদানিকৃত কৃষিপণ্য দেশের উৎপাদকদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং মার্কিন কৃষকদের সুরক্ষার জন্য শুল্ক এক কার্যকর হাতিয়ার। তিনি বলেন, ভারতের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের খুচরা চাল বাজারের দুই বৃহত্তম ব্র্যান্ডের মালিক, এবং সস্তায় চাল কেনা বন্ধ করা জরুরি। উল্লেখ্য, গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত বাসমতি চাল, অন্যান্য চালজাত পণ্য, মশলা ও সামুদ্রিক পণ্য রপ্তানি করছে, এবং আমেরিকা থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করছে।
প্রিন্ট



























