ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাশিয়া ও বেলারুশ সফরে যাচ্ছেন। রোববার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সফরের অংশ হিসেবে আব্বাস আরাঘচি দুই দেশে সরকারি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এর আগে গত শুক্রবার তুর্কমেনিস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্র: রয়টার্স