নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে বলে জানান তিনি। তবে আলোচনা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি জয়শঙ্কর।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী। অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি তা স্পষ্ট করেছে।