শক্তিশালী ঝড়ের কারণে ব্রাজিলের দক্ষিণাংশের গুইবা শহরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উচ্চতার একটি প্রতিরূপ ভেঙে যায়। তবে সেটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়। স্থানীয় কর্তৃপক্ষ ও মালিকানাধিন সংস্থা জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ ব্রাজিলের গুইবা শহরে প্রবল ঝড়ের সময় এই প্রতিরূপের ক্ষতি হয়। এনডিটিভির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাভান নামের একটি খুচরা বিক্রয় কেন্দ্রের পার্কিং লটে ও একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর পাশেই এই মূর্তিটি স্থাপিত ছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, শক্তিশালী বাতাসের কারণে বিশাল এই মূর্তিটি দুলতে দুলতে হেলে পড়ে এবং শেষ পর্যন্ত ভেঙে যায়। মাটিতে পড়ার পর এর মাথার অংশ সম্পূর্ণ ধ্বংস হয়। আরও জানানো হয়েছে, গুইবা শহরের ম্যাকডোনাল্ডসের বিপরীতে থাকা হাভানের পার্কিং লটে এই প্রায় ৪০ মিটার (১১৪ ফুট) উঁচু লিবার্টির প্রতিরূপটি ব্রাজিলের অন্যান্য অনুরূপ অনেক মূর্তির মধ্যে একটি। ভেঙে পড়ার ফলে এর প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ১১ মিটার (৩৬ ফুট) উচ্চ বেদী অক্ষত রয়েছে। হাভান জানিয়েছে, ২০২০ সালে স্ট্যাচুটি স্থাপন করার পর থেকে এটি সেখানে ছিল এবং সব ধরনের প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পেয়েছিল। দুর্ঘটনার পরে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। গুইবার মেয়র মার্সেলো মারানাতা বলেছেন, প্রাণহানি ঘটেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় দলগুলো রাজ্য সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে এলাকা নিরাপদ করে তোলে এবং আশপাশে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাও পরীক্ষা করে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের সময় ওই অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। এর আগে রাজ্য সিভিল ডিফেন্স মহানগর এলাকাকে তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করে এবং শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির ঝুঁকি সম্পর্কে মোবাইলের মাধ্যমে জরুরি বার্তা পাঠায়।