সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনা চান ট্রাম্প

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ এড়িয়ে সমঝোতা ও আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে ইরান-ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়।” তিনি আরও আশা প্রকাশ করেন যে ইরান একটি সমঝোতায় পৌঁছাবে। তবে, ইরান যদি সমঝোতায় না আসে, তা নিয়েও তিনি খুব বেশি উদ্বিগ্ন নন।
এছাড়া, ট্রাম্প হুতি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার এক নির্বাহী আদেশে সই করেছেন। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে ভিত্তিহীন আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানান।
প্রিন্ট
ট্যাগস
আন্তর্জাতিক সম্পর্ক ইরান ইরান-ইসরায়েল সংঘাত জেরুজালেম পোস্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সমঝোতা ও আলোচনা সামরিক পদক্ষেপ হুতি বিদ্রোহী হোয়াইট হাউস