









ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৮ শ্রমিক নিহত

- আপডেট সময় ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আট শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকেও তা শোনা গেছে। এ ঘটনায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এক অনুষ্ঠানে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয় এবং এটি নিয়ে তদন্ত চলছে।
প্রিন্ট