বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেসের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির সভাপতি শশী থারুর। এই পরিস্থিতিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল রাখতে তিনি দেশের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার্স বিষয়ক মন্তব্যের কঠোর সমালোচনা করেন কংগ্রেসের এই নেতা। শশী থারুর বলেন, “বাংলাদেশে কিছু দায়িত্বহীন ব্যক্তি রয়েছেন, যারা অর্থহীন কথা বলছেন।” তিনি আরও যোগ করেন, “সম্প্রতি একজন ছাত্রনেতার বক্তব্য দেখেছি, যেখানে তিনি বলছেন, তিনি ভারতের সাতটি রাজ্যকে অন্যান্য ভারতের থেকে আলাদা করে দেবেন। এই ধরনের কথাগুলো কে বলছে? এসব শুনে আমরা সচেতন যে, এ ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে।” বাংলাদেশের সরকারের প্রতি ভারতের স্বার্থের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলেন, “আমরা আশা করি, বাংলাদেশের সরকার গঠনমূলক পদক্ষেপ নেবে যেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মৌলিক স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়—আর আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের পক্ষে সহায়তা দিয়ে যাব।” শশী থারুর ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি। তিনি এই কমিটিকে বাংলাদেশ সম্পর্ক ‘স্থিতিশীল’ করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, “বাংলাদেশ থেকে এই খবর পেয়ে আমি গভীর হতাশ। সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে আমরা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি—বাংলাদেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে এবং সম্পর্ককে স্থিতিশীল স্তরে নিয়ে আসার জন্য।” আরও উল্লেখ করেন, ভারতের বাংলাদেশ সম্পর্কের মধ্যে ‘বিশাল অংশীদারিত্ব’ রয়েছে। তিনি বলেন, “আমরা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। এত বছর পরও আমরা হঠাৎ বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারি না। পাশাপাশি, ভারতের স্বার্থের বিরোধী বলে ধরা হয় এমন ব্যক্তিদের বিরুদ্ধে যে শত্রুতা তৈরি হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”