টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ভারত-পাকিস্তান ফাইনালসহ টিভিতে আজকের যত খেলা
নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ১৬ নেতা গ্রেপ্তার
বিপিএলের ম্যাচের সময় পরিবর্তন
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেপ্তার ৫৯৪৯
ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিন মরদেহ উদ্ধার
নিজেকে বদলে ফেলার রহস্য জানালেন শাকিব খান
ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পায়নি র্যাব
কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে ভারতীয়দের বিক্ষোভ
- আপডেট সময় ১১ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
ভারতবর্ষের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বাংলাপক্ষ নামে এক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবি নিয়ে সংগঠনটি এ বিক্ষোভের আয়োজন করে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল চারটায় কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে বাংলাপক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ দেখায়। এ সময় সংগঠনের শতাধিক নেতা-কর্মী জমায়েত হয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করে তারা। তাদের দাবি, এখনই ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের বিষয়গুলোতে। পাশাপাশি হুমকি স্বরূপ বাংলাপক্ষ জানিয়েছে, বাংলাদেশে দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনে আঘাত হলে কলকাতার বাংলাদেশ মিশন থাকবে না। বাংলাপক্ষের নেতা গর্গ চ্যাটার্জি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “বিশ্বের বিভিন্ন স্থানে ভারতের ইমেজ নষ্ট করতে চাই না। যখন ইরান মার্কিন দূতাবাস দখল করেছিল, তখন তার ফল ভুগতে হয়েছিল সেখানে বাসিন্দাদের। ঢাকায় বাংলাদেশ দূতাবাসের সামনে যা ঘটেছে, তা নিয়ে গোটা বিশ্বে সমালোচনা হয়েছে। তবে কলকাতার পুলিশ আমাদেরকে অযথা আটক করেছে। আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি।” তিনি আরও বলেন, “আমরা একটি বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী, ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। সেখানে যদি কোনো হামলা হয়, তবে পুলিশ আমাদের আটকাতে পারবে না।” এরই মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
প্রিন্ট


























