টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ভারত-পাকিস্তান ফাইনালসহ টিভিতে আজকের যত খেলা
নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ১৬ নেতা গ্রেপ্তার
বিপিএলের ম্যাচের সময় পরিবর্তন
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেপ্তার ৫৯৪৯
ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিন মরদেহ উদ্ধার
নিজেকে বদলে ফেলার রহস্য জানালেন শাকিব খান
ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পায়নি র্যাব
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর
- আপডেট সময় ১১ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। চলতি বছরের ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে তিনি আহত হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় এক সপ্তাহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে দশটায় তিনি পরলোকগমন করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে তার দেহ জাতীয় সংসদ ভবনের আশপাশে নেওয়া হয়। সেই স্থানেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং অসংখ্য সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেন। বাংলাদেশের এই বিপ্লবীর জানাজার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম হাদির জানাজায় ব্যাপক জনসমাগমের ছবি দিয়ে লিখেছে, ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার স্মরণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। হাদির জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথাও প্রতিবেদনে উঠে এসেছে। রয়টার্স জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অসংখ্য মানুষ আজ প্রয়াত যুবনেতা ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তার বীরত্বের পরিচয় দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে তারা। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিহত যুব নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে’। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সরাসরি জানায়, হাদির জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতা। তাদের শিরোনাম–‘তুমি কখনো হারিয়ে যাবে না’–উপদেষ্টার বক্তব্যে অধ্যাপক ড. ইউনূস। এছাড়া, হাদির জানাজায় জনস্রোতের ব্যাপক উপস্থিতির কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনামে লিখেছে, ‘তার রক্ত বৃথা যাবে না—বললেন হাদির জানাজায় অংশ নেওয়া লাখো মানুষ’। পাশাপাশি, তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজ ও অন্যান্য দেশের শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের মানুষের প্রতি এই বিপ্লবীর ভালোবাসার কথা উঠে এসেছে।
প্রিন্ট


























