









জেপিসি বৈঠকে বিশৃঙ্খলার জেরে ভারতের ১০ এমপি বহিষ্কার

- আপডেট সময় ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে
ভারতের পার্লামেন্টের ১০ সদস্যকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠক চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জেপিসি বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধী দলের সদস্যদের হট্টগোলের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহিষ্কৃত সদস্যদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি, এআইএমআইএ-এর আসাদুদ্দিন ওয়াইসি, কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, ডিএমকের এ রাজা, সমাজবাদী পার্টির মোহিবুল্লাহ, এবং শিবসেনার অরবিন্দ সাবন্তসহ আরও কয়েকজন এমপি। বৈঠকে বিরোধী সদস্যরা অভিযোগ করেন, ওয়াকফ সংশোধনী বিলের খসড়া পর্যালোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। তারা বলেন, প্রস্তাবিত পরিবর্তনের বিষয়টি তাড়াহুড়ো করে সংসদে উপস্থাপন করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তৃণমূলের কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, “দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি তড়িঘড়ি করে বিলটি পাস করাতে চাচ্ছে। আমাদের অনুরোধ উপেক্ষা করে জরুরি বৈঠক ডেকে বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে, যা সংসদীয় নিয়মবিরোধী।” জেপিসি বৈঠকের আগেও এই বিল নিয়ে বিতর্ক হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই তাড়াহুড়ো রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে এবং তা সংসদীয় কার্যক্রমের শৃঙ্খলা ভঙ্গ করছে।
এনডিটিভি জানায়, জেপিসি বৈঠক শুরু হয় শুক্রবার বেলা ১১টায়। তবে বিরোধীদের প্রতিবাদ ও বিশৃঙ্খলার কারণে বৈঠক একাধিকবার মুলতবি করতে হয়। পরে বিরোধীদের আচরণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী নেতারা এই বহিষ্কারকে সংসদীয় রীতি লঙ্ঘনের উদাহরণ বলে অভিহিত করেছেন এবং দ্রুত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রিন্ট