নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নায়েজার প্রদেশে গণঅপহরণের শিকার ক্যাথলিক স্কুলের ১৩০ জন ছাত্র ও বেশ কিছু কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। গত রোববার (২১ ডিসেম্বর) দেশটির প্রশাসন এ ঘোষণা দেয়। জানানো হয়েছে, এখন আর কেউ বন্দী নয়। গত নভেম্বরে, অস্ত্রধারীরা একটি ক্যাথলিক স্কুলে আক্রমণ চালায়। এরপর থেকেই নিখোঁজ ছিল ৩১৫ শিক্ষার্থী ও স্কুলের কর্মীরা। তবে, এই মাসের শুরুতে ১০০ জনকে মুক্তি দেওয়া হয়। তবে, সত্যিই সকলকেই মুক্তি দেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ— কারা কারা অপহরণের শিকার হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আরও অনেকের বাড়ি দূরবর্তী এলাকায় থাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, দুটি দফায় সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এটি দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে হওয়া হামলার শেষ ঘটনা। নভেম্বরে কয়েক দিনের মধ্যে অন্য কিছু স্কুল ও গির্জায় অপহরণ ও হত্যাকাণ্ড ঘটে।