দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অনুমোদন না নিয়েই ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেলের বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এসব চ্যানেলের প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ২৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ সম্পর্কে জানাতে বলেছে। বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, কিছু ইন্টারনেট সেবা প্রদানকারী স্বীকৃত বিদেশি চ্যানেলের পরিবেশকদের অনুমোদন ছাড়াই তাদের পে-চ্যানেলগুলো পাইরেসির মাধ্যমে ক্লিন ফিডবিহীনভাবে ইন্টারনেট সংযোগে দেখাচ্ছে। এর পাশাপাশি কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একইভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ফলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা কমে যাচ্ছে। এসব আইএসপির কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনসের বিভিন্ন ধারা লঙ্ঘন করছে এবং গাইডলাইনসের সংশ্লিষ্ট এপেনডিক্স-৪ এর হলফনামার নিয়ম ভঙ্গ করেছে। এই পরিপ্রেক্ষিতে বিটিআরসিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে (২৯ মার্চ) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং সকল পর্যায়ের আইএসপি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।