









বিটিআরসি সেবার গুণগত মান উন্নত করতে বিক্রি করবে তরঙ্গ

- আপডেট সময় ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
সেবার মান উন্নত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে দিতে যাচ্ছে। জুন মাসে হওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম নির্ধারণ করা হয়েছে ২৬৩ কোটি টাকা। অপারেটরদের জন্য ১০ কিস্তিতে এই দাম পরিশোধের ব্যবস্থা থাকবে। তবে, মোবাইল অপারেটররা এই উচ্চ দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে তারা এ বিষয়ে আপত্তি জানিয়েছে। বর্তমানে মোবাইল সেবায় কলড্রপের সমস্যা ও সঠিক সেবা না পাওয়ার কারণে গ্রাহকরা অসুবিধার শিকার হচ্ছেন। দেশে বর্তমানে ১৮ কোটি ৬৬ লাখ গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের সাড়ে ৮ কোটি, রবির ৫ কোটি ৮৩ লাখ, বাংলালিংকের ৪ কোটি ২৪ লাখ এবং টেলিটকের ৬৫ লাখ গ্রাহক রয়েছে। তরঙ্গের অভাবের কারণে নিত্যদিনের সেবার মানের অবনতি ঘটছে। ৭০০ মেগাহার্টজের তরঙ্গ নিলামে উঠলে, এর নিম্ন ফ্রিকোয়েন্সি ও উচ্চ তরঙ্গদৈর্ঘ্য শহরে দক্ষতার সঙ্গে সেবা নিশ্চিত করতে পারে। তবে, প্রকৃতপক্ষে, বিটিআরসি দাম কমানোর বিষয়ে আগ্রহী নয়। কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী তার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়েছে। এ অবস্থায়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাম কমানোর উদ্যোগ নেবেন বলে জানান।
প্রিন্ট