









ছাত্রশিবির ও ছাত্রলীগকে জড়িয়ে ভুয়া প্রচারণা, ফ্যাক্টওয়াচের প্রতিবেদন

- আপডেট সময় ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ঘিরে ফেসবুকে ছড়ানো দুইটি ভুয়া ফটোকার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্টওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলা আউটলুক ও ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভিত্তিহীন এবং ভুয়া।প্রথম ফটোকার্ডে দাবি করা হয়েছিল, সাদিক কায়েম বলেছেন, “ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা তাদের কৌশলের অংশ ছিল।” আরেকটি ফটোকার্ডে লেখা ছিল, “ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের।”
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ফ্যাক্টওয়াচ জানায়, বাংলা আউটলুক এবং ঢাকা পোস্টের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং বাংলা আউটলুক তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টে জানিয়েছে, “ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এ সংক্রান্ত কোনো সংবাদ তারা প্রকাশ করেনি।”
এছাড়া, সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সভাপতি হিসেবে দেখানো হলেও ফ্যাক্টওয়াচ নিশ্চিত করেছে যে, বর্তমানে এ পদে রয়েছেন এস এম ফরহাদ। ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডে শিরোনামের শেষে দাঁড়ি থাকার মতো ত্রুটিও সন্দেহজনক বলে উল্লেখ করেছে ফ্যাক্টওয়াচ। সবশেষে, তথ্য যাচাইয়ে স্পষ্ট হয়েছে যে, দুটি ফটোকার্ডই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এগুলো বিশ্বাসযোগ্য নয়।
প্রিন্ট