খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সৌদি, ওমান ও কাতার যেতে আগ্রহীদের জন্য সুখবর
- আপডেট সময় ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব, ওমান ও কাতারের শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে সৌদি আরব, ওমান ও কাতারের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এ সুখবর দিয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ নজরুল বলেন, “সৌদি আরবে আমার এবারের সফর সরকারি ছিল, এবং সেখানে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। রিয়াদে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি। এছাড়া কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।”
সৌদি আরবের প্রতিশ্রুতি:
- আকামাবিহীন শ্রমিকদের বিষয়ে আরও কঠোরভাবে নজরদারির প্রতিশ্রুতি
- চাকরির চুক্তি আগেই বাংলাদেশি শ্রমিকদের কাছে পাঠানোর পরিকল্পনা
- পেশাজীবীদের সার্টিফিকেট সত্যায়ন বাংলাদেশ থেকেই সম্পন্ন করার উদ্যোগ
ওমানের প্রতিশ্রুতি:
- ওমানে অবস্থিত সব বাংলাদেশির থাকার বৈধতা দেওয়ার আশ্বাস
- দ্রুত বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার ঘোষণা
কাতারের প্রতিশ্রুতি:
- কাতারও শ্রমিকদের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে
আসিফ নজরুল আরও জানান, এসব প্রতিশ্রুতি আন্তরিক বলে মনে হয়েছে এবং বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিয়মিত ফলোআপ করবে। তিনি আরও বলেন, “প্রবাসীরা বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। যদিও এটি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, তারপরও আমি বিষয়টি বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।”
এছাড়া, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মপ্রয়াসের প্রশংসা করে তিনি বলেন, “দূতাবাসের কাজের নিষ্ঠা ও আন্তরিকতা দেখে ভালো লেগেছে। দুই দিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছাড়াও সৌদি আরবের বড় বড় ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছি।” এই আলোচনা ও চুক্তিগুলো শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রিন্ট














