









১২টি কারখানার মালিকের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

- আপডেট সময় ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
শ্রমিকদের সময়মতো বেতন ও বোনাস পরিশোধ না করার কারণে সরকার ১২টি কারখানার মালিককে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এটি জানান। তিনি বলেন, মালিকরা যতদিন শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করবেন, ততদিন বিদেশ সফর করতে পারবেন না। সরকার ইতোমধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যে মালিকরা তাদের দ্বায়িত্ব পালন করেননি।
মহোদয় আরো জানান, ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কথা থাকলেও, ১২টি কারখানা নির্ধারিত সময়ে তাদের কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে ব্যর্থ হয়েছে। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ইমিগ্রেশনকে এ ব্যাপারে অবহিত করেছে এবং মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শ্রম আইনের আওতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে ব্যর্থ হয়, তবে সেগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোন কারখানার মালিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে সম্পর্কে তিনি মুখ খুলেননি।
প্রিন্ট