খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত: বিক্রম মিশ্রি
- আপডেট সময় ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশে যে সরকারই জনগণের ভোটে নির্বাচিত হোক, সে সরকারের সঙ্গে সহযোগিতা করার অভিপ্রায় প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে আসা কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কামনা করে। যত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই ভালো হবে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তাদের পছন্দের সরকার নির্বাচনের আশা প্রকাশ করছে ভারত।’
এ সময় তিনি তার সফরের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘এটি উভয় দেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে সম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষকে প্রতিহিংসামূলক মন্তব্য থেকে দূরে থাকা উচিত।’ ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, ‘কেমন অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটিকে। নির্বাচন আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য হবে, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।’ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। আমরা প্রফেসর ইউনূসকে শুরুতেই অভিনন্দন জানিয়েছি।’ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে। এটি একটি আইনি এবং বিচারিক বিষয়, তাই এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’
প্রিন্ট














