খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বিসিটিআইয়ের কোর্সের সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত
- আপডেট সময় ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) কর্তৃক আয়োজিত চারটি স্বল্পমেয়াদী কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথমবারের মতো বিসিটিআইয়ের তত্ত্বাবধানে এই চার সপ্তাহের কোর্সগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভাপতির দায়িত্ব পালন করেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। এছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, কোর্স মেন্টর রফিকুল আনোয়ার, মো. আরিফুর রহমান এবং নায়লা আজাদ নূপুর সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। কোর্সগুলোর মধ্যে রয়েছে: বেসিক ফিল্ম কোর্স, ২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, ৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ এবং ৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীরা তাদের তৈরি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর সনদপত্র ও উপহার গ্রহণ করেন। তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের জন্য দক্ষতা প্রয়োগের আহ্বান জানান। তাঁর মতে, বাংলা চলচ্চিত্র কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বিপণনের সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠানে সচিব মাহবুবা ফারজানা বিসিটিআইয়ের কার্যক্রমকে ইতিবাচক অগ্রগতির সূচনা হিসেবে উল্লেখ করেন। বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, প্রশিক্ষকরা এবং চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা, যারা নতুনদের জন্য অভিজ্ঞদের জ্ঞান ও সুযোগ উন্মুক্ত করার আহ্বান জানান। শেষে ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে বিসিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চারটি কোর্স থেকে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী সনদ অর্জন করেন। প্রশিক্ষণ চলাকালীন তারা ৩৬ জুলাইয়ের ছাত্র-গণআন্দোলন, কক্সবাজারের লবণ শিল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণ করেন।
প্রিন্ট














