খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ডেঙ্গু আক্রান্তদের সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের
- আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা জানিয়েছে, হাসপাতালে আসতে দেরি হওয়ায় আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়ার সুযোগ সীমিত ছিল। রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একদিনের মধ্যে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিশ্লেষণে দেখা গেছে, ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। মূলত, সময়মতো হাসপাতালে না আসার কারণে তাদের ডেঙ্গু রোগ জটিল আকার ধারণ করেছে, ফলে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। অন্য দুইজনের একজন ভর্তির পরদিন মৃত্যু বরণ করেছেন। দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়ার কারণে জটিল রোগীদের চিকিৎসা প্রদান কঠিন হয়ে পড়ছে।
এছাড়া, জ্বর হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর এবং ডেঙ্গু ধরা পড়লে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক ও তৎপর রয়েছে। সব হাসপাতালের কাছে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন এবং ওষুধ মজুদ আছে। তবে মৃত্যু কমানোর জন্য দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা ও মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা আবশ্যক। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রিন্ট














