আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ লাভ করেছেন জনাব লিয়াকত আলী মোল্লা। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি এর আগে একই বিভাগের চলতি দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) হিসেবে জনাব লিয়াকত আলী মোল্লাকে পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। মো. আজিজুল হক, যুগ্ম-সচিব (প্রশাসন-২) এই প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন এবং এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এর আগে, ২৭ আগস্ট এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২৮ আগস্ট দুপুরে আইন মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত একটি অফিস আদেশে তাকে আইন মন্ত্রণালয়ের সচিবের (চলতি দায়িত্ব) পদে নিযুক্ত করা হয়।