, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ভারত থেকে আসবে ৫০ হাজার টন চাল, ব্যয় কত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চুক্তির জন্য খরচ হবে ২১৯ কোটি টাকা। মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৯.৭৭ মার্কিন ডলার। এর মধ্যে মোট খরচ হবে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সভায় চালের পাশাপাশি সার ও গম আমদানিরও অনুমতি দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি মজুত বাড়ানোর লক্ষ্যে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় গমও আমদানি করা হবে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে আসবে ৫০ হাজার টন চাল, ব্যয় কত

আপডেট সময় ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চুক্তির জন্য খরচ হবে ২১৯ কোটি টাকা। মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৯.৭৭ মার্কিন ডলার। এর মধ্যে মোট খরচ হবে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সভায় চালের পাশাপাশি সার ও গম আমদানিরও অনুমতি দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি মজুত বাড়ানোর লক্ষ্যে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় গমও আমদানি করা হবে।


প্রিন্ট