বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক সম্পর্কে যে তথ্য ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে, তা 'ভুল ও বিভ্রান্তকর' বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য 'ভুল বোঝাবুঝির ঝুঁকি' তৈরি করতে পারে। মঙ্গলবার (৭ অক্টোবর) টিআইবি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকারের অংশ হিসেবে প্রকাশিত এবং ৬ অক্টোবর বিভিন্ন দৈনিকে পুনঃপ্রকাশিত তথ্য অনুযায়ী, টিআই দ্বারা প্রণীত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা ভুল এবং বিভ্রান্তিকর। এতে উল্লেখ করা হয়, টিআই ১৯৯৫ সাল থেকে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ ২০০১ সালে প্রথমবারের মতো এই সূচকে অন্তর্ভুক্ত হয় এবং সে সময়ই তালিকার সর্বনিম্ন স্থানে ছিল। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এরপর ২০০৫ সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশ এই সূচকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল, যখন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে ছিল।
টিআইবি জানায়, বিএনপির শাসনামলে টানা পাঁচ বছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ছিল—যা ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত তথ্যে সঠিক নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক সম্পর্কিত তথ্য সকলকে পুনরায় জানানো হচ্ছে এবং ভুল বোঝাবুঝি এড়ানোর আহ্বান জানানো হচ্ছে। ইতোমধ্যে টিআইবি ফিন্যান্সিয়াল টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদকদের ভুল তথ্য প্রকাশের কথা জানিয়ে সংশোধনীর অনুরোধ করেছে। উল্লেখ্য, সিপিআই নির্ধারণে টিআইবি কোনো ভূমিকা রাখে না এবং তাদের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বা বিশ্লেষণ সিপিআই-তে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো, টিআইবিও শুধুমাত্র দেশীয় পর্যায়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে।