নওগাঁর পোরশা উপজেলার অত্যন্ত পল্লী এলাকায় লালমাটি বিলের তীরে কৃষক ও শ্রমিকদের ব্রজপাত থেকে প্রাণ রক্ষায় নওগাঁর বজ্র নিরোধক ছাউনি নির্মান করা হয়েছে।মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বজ্র নিরোধক এই ছাউনির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল।
এ সময় পোরশা উপজেলার নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান , ইউপি সদস্য আশরাফআলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এই বজ্র নিরোধক ছাউনি এলাকার কৃষক শ্রমিকের জন্য অনেক উপকারে আসবে। এই বিল ও মাঠের আশেপাশে ২কিলোমিটারের মধ্যে ঘরবাড়ি না থাকায় ঝড়বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিবছর বজ্রপাতে একাধিক প্রাণহাণীর ঘটনা ঘটে। তাছাড়া এখন মাঠে ধান কাটা ও রোপনের সময় প্রচন্ড গরমে কৃষক ও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। এই বজ্রনিরোধক ছাউনিতে এখন তারা আশ্রয় নিয়ে বিশ্রাম নিতে পারবেন।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান , জলবায়ু পরিবর্নের ফলে পোরশার প্রতান্ত এই এলাকায় ধান কাটা ও মাড়াই এর সময় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া ব্রজপাতে প্রতি বছরে এখানে অনেক প্রাণহানীর ঘটনা ঘটে। কৃষক শ্রমিকদের প্রাণ বাঁচাতেই এবং গরমের সময় বিশ্রামের জন্য এই ছাউনি নির্মাণ করা হয়েছে ।এই ছাউনিতে এক সাথে প্রায় অর্ধ শত মানুষ আশ্রয় নিতে পারবেন। পর্যায়ক্রমে জেলার ১১ উপজেলাতেই এই ছাউনি নির্মাণ করা হবে। জেলা প্রশাসনের উদ্দ্যোগে এই বজ্র নিরোধক ছাউনি নিমান কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।