নওগাঁয় আধ্যাত্মিক সাধক ও মানবতাবাদী দার্শনিক লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও লালন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ অফিসের ইন্সপেক্টর মো. সাহাবুদ্দিন এবং আলোচক ছিলেন সাহিত্যিক মো. রবিউল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। অনুষ্ঠান শেষে নওগাঁ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লালনগীতি নৃত্য পরিবেশিত হয়।১৩৫তম তিরোধান দিবস আধ্যাত্মিক সাধক ও মানবতাবাদী দার্শনিক , সমাজ সংস্কারক গীতিকার,সুরকার লালন সাইঁকে শ্রদ্ধ্যাভরে স্মরণ করেন বক্তারা।