ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে যত খেলা
বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেঃ নওগাঁয় জনতার এমপি ধলু
- আপডেট সময় ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর দৃঢ়তা ও আদর্শের কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।
রবিবার (২৬ অক্টোবর) বৈকালে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, “১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত স্বৈরাচার এরশাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার আপোষহীন অবস্থানের কারণেই সেই অবৈধ সংসদ টিকতে পারেনি। তিনি কখনোই স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। বরং দেশের গণতন্ত্র রক্ষায় তিনি কারাগার পর্যন্ত গিয়েছেন, জনগণকে আন্দোলনের পথে অনুপ্রেরণা দিয়েছেন।
ধলু আরও উল্লেখ করেন, আজ দেশের রাজনীতি, প্রশাসন ও সামাজিক নেতৃত্বে যে নারীরা নিজেদের অবস্থান গড়ে তুলেছেন — তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শ ও সাহসিকতা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন।
তিনি বলেন, “বেগম জিয়ার দৃঢ়তা আমাদের শিখিয়েছে — আপোষ নয়, আদর্শের পক্ষে অটল থাকাই সত্যিকারের শক্তি।
তিনি আরও বলেন, “এই ৩১ দফার মূল লক্ষ্য হলো— জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা। তাই ঘরে ঘরে গিয়ে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।
এ সময় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা। বৈঠকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।
প্রিন্ট


























