‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক নভেম্বরেই শেষ হবে’ এই মন্তব্যের প্রসঙ্গে ঐক্যবদ্ধ বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তৃতায় উপদেষ্টা পরিষদের কার্যক্রমের ব্যাপারে কিছু মন্তব্য প্রকাশ পেয়েছে, যা সংবাদমাধ্যমে প্রকাশের পর কিছু বিভ্রান্তি সৃষ্টি করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রকৃতপক্ষে, সরকারের বিভিন্ন সংস্কার ও নীতিমালা চূড়ান্ত করার কাজ নভেম্বরের মধ্যে শেষ হবে, এই ধারণা ঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম জোরেশোরে চলবে।’ পাশাপাশি, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা নিয়মিত দায়িত্ব পালন করবে এবং বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে, গত রোববার (২৬ অক্টোবর) ঢাকায় রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, নভেম্বরে ক্যাবিনেটের বৈঠক বন্ধ হয়ে যাবে। তাই সম্ভাব্য কাজগুলো এই মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। আইন প্রণয়নের বিষয়গুলোও এ সময়ের মধ্যে সমাধান করা হবে।