, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

‘আগামী নির্বাচনে নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার সুযোগ’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের সক্ষমতা রয়েছে। অতীতে নির্বাচন কেন্দ্র করে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার জন্য আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের নির্ভরতা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের গৌরবময় হল অব প্রাইডে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশের ক্ষতিগ্রস্ত অস্ত্র উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অস্ত্র উদ্ধারকাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচার বাড়ানোর জন্য জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ আরও কার্যকরভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি। পাশাপাশি, গুমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের জন্য মাঠের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসটিবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সব পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

‘আগামী নির্বাচনে নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার সুযোগ’

আপডেট সময় ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের সক্ষমতা রয়েছে। অতীতে নির্বাচন কেন্দ্র করে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার জন্য আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের নির্ভরতা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের গৌরবময় হল অব প্রাইডে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশের ক্ষতিগ্রস্ত অস্ত্র উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অস্ত্র উদ্ধারকাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচার বাড়ানোর জন্য জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ আরও কার্যকরভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি। পাশাপাশি, গুমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের জন্য মাঠের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসটিবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সব পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন।


প্রিন্ট