জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য পৃথক প্রস্তাব পেশ করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি। তারা টেকসই শিক্ষার মানোন্নয়নের জন্য মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে বিশেষ আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠন করার প্রস্তাব করেছে। সম্প্রতি পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের নেতারা। শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেডের সংখ্যা ১৫টি করার প্রস্তাবও দেন। পাশাপাশি তারা সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা করার দাবি জানান। শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য বাড়ি ভাড়ার হার বৃদ্ধি, দুইটি উৎসব ভাতার সাথে মূল বেতনের সমান করার প্রস্তাব, এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। লিখিত প্রস্তাবনায় বলা হয়, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি পেনশনের হার ৯০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।