স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ঘোষণা করেছে যে, ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় উপস্থিত থাকবেন। তবে তার এই সফর সংক্রান্ত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, “আমি জানি না যে, জাকির নায়েককে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না। এই ব্যাপারে আমি আগে কিছু শুনিনি, প্রথমবার আপনাদের কাছ থেকেই শুনলাম।” এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর উঠেছিল যে, জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসবেন এবং বিভিন্ন অঞ্চলে ইসলামী কর্মসূচিতে অংশ নেবেন। তবে সরকারি কোনো সংস্থা এখনও এই খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি।