পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো উঠে আসে। তদ্ব্যতীত, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সহযোগিতা আরও বৃদ্ধি করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।