খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
- আপডেট সময় ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) নতুন পে-স্কেল প্রস্তাব করেছে, যেখানে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার কথা উল্লেখ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) পে কমিশনের সঙ্গে বৈঠকের সময় এই প্রস্তাব উত্থাপন করা হয়। সেখানে বেতন নির্ধারণের জন্য সর্বনিম্ন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয় বিএফএর পক্ষ থেকে। এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়ার হার মোট বেতনের ৬০ শতাংশ করার দাবিও জানানো হয়েছে। এই প্রস্তাব সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। লিখিত প্রস্তাবে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্টারদের বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা আরও জানায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে এক সন্তানের জন্য ২ হাজার টাকা ও দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা মাসে ৩ হাজার টাকা, ঈদ বোনাস দ্বিগুণ, বৈশাখী ভাতা মূল বেতনের সমান দিতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বন অধিদপ্তর বিশেষ করে মাঠ পর্যায়ের সকল কর্মচারীর জন্য ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি জানানো হয়। পাশাপাশি, দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি উঠেছে সংগঠনের পক্ষ থেকে। দীর্ঘ সময় অপেক্ষা না করে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে, মূল্যস্ফীতি ও ব্যয়ের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের বেতন আপডেটের দাবি জানানো হয় বিএফএর পক্ষ থেকে। গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে, যারা চূড়ান্ত প্রতিবেদন দেবে আগামী ডিসেম্বরের মধ্যে। জানা গেছে, নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, তাই এই নতুন স্কেলও আগেই কার্যকর হতে পারে। এভাবে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন।
প্রিন্ট














