আবহাওয়ার অনুকূলতা থাকলে এবার আমন ধানে দারুণ ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি পরামর্শদাতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। কৃষি উপদেষ্টা বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধানের সংগ্রহ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা ভালো ফলন পাবেন। তিনি আরও বলেন, আলুর অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে দর কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেশি আলু উৎপাদনের ফলে বাজারে দর কমে গেছে, ফলে কৃষকেরা লোকসানে পড়ছেন। পেঁয়াজের পরিস্থিতি নিয়ে কৃষি উপদেষ্টা জানান, এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে, তাই আমদানির দরকার হয়নি। অন্যদিকে, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম ধীরে ধীরে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ আলু রপ্তানি হয়েছে বলে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর সবজির দাম নাগালের মধ্যে থাকবে। সার সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনও হবে না। কৃষকের জন্য নির্ধারিত দামে সার দেওয়া হবে। আমদানির মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে। তিনি আরও বলেন, সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে এবং আগামী ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। কৃষিজমি রক্ষায় সরকার ‘কৃষিজমি সুরক্ষা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই আইন বাস্তবায়িত হলে ভবিষ্যতে কৃষিজমি নির্বিচারে দখল বা ব্যবহার পরিবর্তন রোধ করা যাবে।