গুমের মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডির কার্যক্রমের সময় ডিবি পুলিশ তাকে আটক করে। এই সংক্রান্ত সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মশিউরের বিরুদ্ধে গুমের মামালা চলমান রয়েছে। সেই মামলার জন্য তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। র্যাব-১১ এ থাকাকালীন আলেপ নিজেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত করেছিলেন। গত বছরের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও তিনি সক্রিয় ছিলেন। তবে সরকারের পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে থাকার সময় গত বছরের ১২ নভেম্বর তার গ্রেপ্তার হয়। র্যাব-১১ এ থাকাকালীন সময়ে আলেপের এসব অবৈধ কার্যক্রমে সহযোগিতা করেছিল এডিশনাল এসপি মশিউর।