পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ বুধবার ভোর থেকে তার কর্মস্থল রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুপস্থিত থাকছেন। সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সরদা পুলিশ একাডেমিতে ডিআইজি এহসানউল্লাহকে গ্রেফতারের জন্য যায়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে সেখান থেকে চলে যান। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে সারদা পুলিশ একাডেমির মহাপরিচালক অতিরিক্ত মহাপরিদর্শক তৌফিক মাহবুব চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে একটি এসএমএস পাঠিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়; কিন্তু তিনি কোনও সাড়া দেননি। রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন নিশ্চিত করেন, ডিআইজি এহসানউল্লাহ সারদা একাডেমিতে তার কর্মস্থলে উপস্থিত নন।