খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ফেব্রুয়ারিতেই নির্বাচন, এসএসসির সময়সূচি নিয়ে ইসির সতর্কবার্তা
- আপডেট সময় ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেছেন, ওই সময় (ফেব্রুয়ারি মাসে) যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়, তবে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে অসঙ্গতি না হয়, সেই বিষয়টি শিক্ষামন্ত্রাণালয়কে সতর্ক করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য কমিশন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে থাকেন কমিশন। এ সভার শেষে ইসি সচিব এসব কথা উল্লেখ করেন। সভায় নির্বাচনের অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সেবা এবং বাজেটের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভার শেষে ইসি সচিব জানান, ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন বাস্তব সমস্যা সংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরে আনা হয়েছে। আমরা তাদেরকে ভোটকেন্দ্রের অবস্থান ও পৌঁছানোর রাস্তাগুলো মেরামত ও সংস্কারের জন্য অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া ভালো থাকলেও, আগে থেকেই এসব কেন্দ্রের প্রবেশদ্বার ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা নির্বাচনি কাজে ব্যবহৃত স্কুল-কলেজগুলো আগেভাগে প্রস্তুত করে রাখে। ভোটগ্রহণের জন্য কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ইসি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরিকল্পনা করছে। এতে সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তারাও থাকবেন। আমরা চাই, নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হোক। তিনি আরও বলেন, সভায় পরিবহন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও তাদের প্রস্তুতি বিস্তারিতভাবে তুলে ধরেন। জানানো হয়, ভোটের দিন প্রতিটি উপজেলায় ও প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। এসব টিমে একজন চিকিৎসক, একজন নার্স ও প্রয়োজনীয় ওষুধ থাকবে।
প্রিন্ট














