রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীন (২৫) কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের জন্য শাহীন ওই এলাকায় অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসআই নাজমুল আরও জানান, শাহীন বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বেশ কয়েকটি ছিনতাই মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কিছু ওয়ারেন্টও রয়েছে।