রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকা সত্ত্বেও, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসম্পযোগ বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঝটিকা মিছিলের সময় বিভিন্ন এলাকায় কার্যক্রম বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এদিন দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য বিকেলে ডিএমপির মিডিয়া কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।