রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার এবং ৩২ লাখ টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে র্যাব-৮ ভোলা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে দুপুরের দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মূল অভিযুক্ত মো. বিল্লাল হোসেন, মো. হোসেন সোহান (৩৩), বকুল বিবি (৫৬) ও কুলসুম বিবি (৫০)। এর মধ্যে সোহান ও বকুল বিবি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে কুলসুম বিবি একই উপজেলার ধনিয়া ইউনিয়নের নাগরিক। র্যাব-৪ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের আব্দুল রশিদ মিস্ত্রির বাড়ি থেকে হোসেন, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারের কিছু অংশ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, হোসেন, সোহান ও তাদের সহযোগীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। এর ধারাবাহিকতায় ১৯ অক্টোবর রাজধানীর মিরপুর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ৫-৬ দুষ্কৃতকারী এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রীর হাত, পা ও মুখ বাঁধে এবং অস্ত্রের মুখে লুটপাট চালায়। সেই সময় তারা আলমারির তালা ভেঙে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালংকার ও কিছু মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।